রবিবাসরীয় ইডেন থেকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সুনীল নারিন। বেঙ্গালুরুর বিরুদ্ধে নয়া এই নজির তৈরি করলেন ক্যারিবিয়ান এই তারকা। আরসিবির বিরুদ্ধে দুটি উইকেট নিতেই তৈরি হল এই নজির।
নাইটদের জার্সি গায়ে ১৬৯ ম্যাচে আইপিএলে ১৭২টি উইকেট নিলেন নারিন। পিছনে ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে। বিরাটদের বিরুদ্ধে ইডেনে ৩৪ রান দিয়ে দুটি উইকেট নেন কলকাতার সানি।
আরও পড়ুন - ইতিহাস গড়লেন ১৭ বছরের গুকেশ, কনিষ্ঠতম হিসাবে বিশ্বজয়ীকে চ্যালেঞ্জ ভারতীয় টিনএজারের
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মোট ১৭০টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। এই তালিকার শীর্ষে রয়েছেন নারিন। এরপর যথাক্রমে মালিঙ্গা, বুমরা, ভুবনেশ্বর কুমার ও ডোয়েন ব্র্যাভো।