চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। এই দলে নতুন কয়েকটা মুখ দেখা যাবে বলে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। এর মধ্যেই বিশ্বকাপ স্কোয়াডে ঋষভ পন্থকে রাখার জন্য ব্যাট ধরলেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।
মহারাজের কথায়, 'দিল্লির অধিনায়ক পন্থের বিশ্বকাপ খেলা উচিত। মোট পনেরো জনের দলে তাঁকে রাখা উচিত।' একই সঙ্গে সৌরভ বলেন, 'আমি নিশ্চিত ঋষভ পন্থ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। পন্থকে মিডল অর্ডারে খেলানো উচিত। তবে কত নম্বরে, এটা বলা মুশকিল।'
আরও পড়ুন - যশস্বীর অপরাজিত শতরানে মলিন হার্দিকের সেঞ্চুরি ম্যাচ, রাজস্থান জিতল নয় উইকেটে
বছর দুয়েক আগে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আইপিএলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। ব্যাটার হিসেব নজির গড়ছেন তিনি। কিপার হিসেবেও বেশ দায়িত্ব সামলাচ্ছেন। পন্থ ছাড়াও বিশ্বকাপে নতুন মুখ হিসেবে উঠে আসছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এছাড়াও রয়েছে দীনেশ দিনেশ কার্তিকের নাম।