চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট উপহার পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই ব্যাট ভেঙে যায়। ইডেনে বিরাটের কাছে নতুন ব্যাটের আবদার করেন রিঙ্কু। অবশেষে রিঙ্কুর আবদার রাখলেন বিরাট। কেকেআরের ম্যাচের একদিন আগেই ফের ব্যাট উপহার পেলেন রিঙ্কু।
সোশ্যাল মিডিয়ায় নিজেই ব্যাটের ছবি শেয়ার করেছেন রিঙ্কু। ওই ভিডিয়োতে দেখা যায়, রিঙ্কু সিং নতুন ব্যাট দিয়ে প্র্যাকটিস করছেন। ইডেনে গত ম্যাচে খেলতে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের আগে রিঙ্কু সিংকে দেখা যায় বিরাটের সঙ্গে। রিঙ্কু বিরাটকে জানান, তাঁর দেওয়া ব্যাট ভেঙে গিয়েছে। এরপর বিরাট জানান তিনি যদি ২টি ব্যাট দিয়ে দেন, তা হলে টুর্নামেন্টের মাঝে বিপদে পড়ে যাবেন। ম্যাচের পরেও বিরাটের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় রিঙ্কুকে। বৃহস্পতিবার ইডেনে অনুশীলনের পর বিরাটের ব্যাট নিজেই দেখালেন রিঙ্কুকে।