অসামান্য! অবিশ্বাস্য! লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে গুজরাত টাইটান্স ম্যাচে রবি বিষ্ণোইয়ের ক্যাচ নিয়ে এমনই সব বিশেষণ ঘুরেফিরে আসছে বিশেষজ্ঞদের আলোচনায়! রবিবাসরীয় সন্ধেতে একানা স্টেডিয়ামের দর্শকরা সাক্ষী ছিলেন এই ক্যাচের। যা সাজঘরে ফিরিয়ে দেয় কেন উইলিয়ামসনকে। শুধু তাই নয়! বিষ্ণোইয়ের নেওয়া এই ক্যাচ যেন মনে করিয়ে দিচ্ছে সেরা ফর্মের জন্টি রোডসকেও। এমনই অভিমত প্রাক্তন ক্রিকেটারদের।
ঘটনাচক্রে, বর্তমানে লখনউ সুপার জায়ান্টসেরই ফিল্ডিং কোচ জন্টি রোডস। যিনি এই ক্যাচের পর জড়িয়ে ধরেছেন রবিকে। আর রবির ক্যাচ সম্বন্ধে কথা বলতে গিয়ে স্পষ্টতই অভিভূত জন্টি বলেন, 'ফিল্ডিং প্র্যাকটিস কখনও কামাই করেন না রবি। বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করে ও। ব্যাটিংয়ে তেমন জোর দেন না ঠিকই, তবে, ফ্লিল্ডিংয়ের সময় কখনই ডাগআউটে বসে থাকতে দেখিনি ওঁকে'।
আরও পড়ুন - ফিনিশার ধোনি থেকে সাবধান, চিপকে ম্যাচের আগে কলকাতাকে সতর্ক করলেন কে?