আইপিএলের ইতিহাসে দুশো উইকেট নেওয়ার চাহালের নজির। বল হাতে সন্দীপ শর্মার পাঁচ উইকেট। সেই সবকে ছাপিয়ে সোমবারের জয়পুর স্মরণীয় হয়ে রইল যশস্বীর শতরানে। মুম্বইয়ে ১৮০ রান তাড়া করতে নেমে এই মরশুমে আইপিএলে প্রথম শতরান করলেন ভারতীয় এই ব্যাটার। হার্দিক পান্ডিয়ার আইপিএলের সেঞ্চুরি ম্যাচে যশস্বীর শতরান ৫৯ বলে। ঘরের মাঠে মুম্বইকে ৯ উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষেই রইল রাজস্থান। আট ম্যাচে ১৪ পয়েন্ট সঞ্জু স্যামসনদের।
এদিন টস জিতে জয়পুরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৫২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে মুম্বই। এরপর তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরার ব্যাটে কার্যত কোমা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় মুম্বই। ৬৫ রান তিলকের। ৪৯ রান করেন নেহাল।
এরমধ্যে ১৮ রানে পাঁচ উইকেট নেন সন্দীপ শর্মা। এই মরশুমে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নিলেন সন্দীপ। আর মুম্বইয়ের ইনিংসে মহম্মদ নবিকে আউট করে প্রথম ভারতীয় হিসাবে ২০০ উইকেট নেওয়ার নজির তৈরি করলেন চাহাল।