হোলি মুড থেকে বেরিয়ে ফের ক্রিকেটে ফিরল কেকেআর। চিন্নাস্বামীতে শুরু হয়ে গেল শুক্রবারের প্রস্ততি। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর ২৯ তারিখ কলকাতার বড় ম্যাচ। প্রতিপক্ষ বেঙ্গালুরু। আর এই ম্যাচ মানেই গম্ভীর বনাম বিরাটের লড়াই।
গত আইপিএলে এই মাঠেই বিরাট বনাম গম্ভীরের দ্বৈরথ ছাপিয়ে গিয়েছিল আইপিএলের যাবতীয় কীর্তিকে। লখনউ ছেড়ে এবার কলকাতার মেন্টর গম্ভীর। বেঙ্গালুরুতে এদিন হালকা অনুশীলন করেন কলকাতার ক্রিকেটাররা।
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর দীনেশ কার্তিক জানিয়েছেন, আইপিএলে তাঁর অনুপ্রেরণা এখন রিঙ্কু সিং। শুক্রবারের চিন্নাস্বামী অপেক্ষায় থাকবে রিঙ্কুর ব্যাটের দিকে।