ইডেনে রবিবাসরীয় ম্যাচে বড় জয় কলকাতা নাইট রাইডার্সের। লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৬১ রান তোলে। ১৫.৪ ওভারেই এই রান তুলে নেয় কেকেআর। ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় কলকাতার। বড় ইনিংস ফিল সল্টের। ৮৯ রান করে অপরাজিত কেকেআরের ওপেনারের।
এদিন টস জিতে ইডেনে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় KKR। প্রথমে ব্যাট করতে নেমে ১৬১ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। ২৭ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক কে এল রাহুল। শেষ দিকে ৩২ বলে ৪৫ রান করেন নিকোলাস পুরান। কেকেআরের হয়ে ভাল বোলিং করেন মিচেল স্টার্ক ও সুনীল নারিন। নারিন ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কেকেআর। সুনীল নারিন ও অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান লখনউ বোলাররা। তবে সল্টের সঙ্গে ক্রিজে অপরাজিত ছিলেন কেকেআরেরে অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪৭ হলে ৮৯ রান করেন ফিল সল্ট। ৩৮ বলে ৩৮ রান করে ম্যাচ শেষ করে আসেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।