কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার পর টিমের সেই স্পিরিটের যেন কোথাও অভাব ছিল। দলকে কতটা ভালবাসতেন তিনি, কাজে বুঝিয়েছিলেন। মাঝে ২ বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। এবছর কলকাতায় ফেরার পর আবেগে ভেসে যাননি গৌতম গম্ভীর। জয়ের পর প্রথমবার হাসলেন গম্ভীর।
এবার গম্ভীরের পরামর্শেই দলে নেওয়া হয় মিচেল স্টার্ককে। নিলামে ফিল সল্টকে তুলে নেয় কেকেআর। সল্টের সঙ্গে ওপেন করতে নামেন সুনীল নারিন। এই তিন ম্যাজিকেই কেকেআরের পারফরম্যান্স বদলে যায়। ড্রেসিংরুমে পেপটক, ডাগআউটে শান্ত। শ্রেয়সদের প্রত্যেক ম্যাচের পারফরম্যান্সের নেপথ্যে যেন নিখুঁত নকশা তৈরি করে দেন গম্ভীর। দুবার অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের পর, এবার মেন্টর হিসেবে দলকে চ্যাম্পিয়ন করলেন। দলের মেন্টরকে তাই বুকে জড়িয়ে নিতে ভুললেন না কিং খান।
গত ২২ নভেম্বর কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে, এবার কলকাতা টিমের মেন্টর হিসেবে কাজ করবেন গম্ভীর।গম্ভীর ফিরতেই টিমের মালিক শাহরুখ বিবৃতি দেন। জানান, "গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। অধিনায়ক থেকে এবার মেন্টর হল। চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে ওর জুটি দেখতে চাই। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য অন্য ম্যাজিক তৈরি করবে।"