ফের কলকাতায় কিং খান। শুক্রবারের ইডেনে কলকাতা বনাম পঞ্জাব। এই ম্যাচের দিনই দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শাহরুখ খান। সঙ্গে ছিল তাঁর ছোট ছেলে আব্রাম খান। আর কিং কলকাতায় আসা মানেই তাঁকে দেখতে বাড়তি উন্মাদনা তৈরি হয় কলকাতা বিমানবন্দরে। কিন্তু এই হইচই বোধহয় পছন্দ নয় ছোট্ট আব্রামের। সেই কারণেই এক কাণ্ড ঘটিয়ে বসল সে।
কী করেছে আব্রাম?
শাহরুখের ম্যানেজারের হাত ধরে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় আব্রাম। কিন্তু বিমানবন্দরের এক ঝাঁক লোকের ভিড় দেখে ম্যনেজারের হাত ছেড়ে দিল আব্রাম। এক ছুট্টে গাড়িতে উঠে বসল সে। আর তা দেখেই অবাক সকলে। অনেকে মনে করছেন, এভাবে বাবার অনুরাগীদের দেখে অভ্যস্ত নয় আব্রাম। সেই কারণেই ভিড় এড়াতে এক ছুটে গাড়িতে উঠে গিয়েছে সে।
আরও পড়ুন - আইপিএলের লজ্জার নজির এড়াল বেঙ্গালুরু, নয়া রেকর্ড গড়লেন ব্যাটার বিরাট