আইপিএলের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আধিনায়ক লোকেশ রাহুলের লখনউ সুপার জয়েন্টস। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে পরাজিত হলেও ইডেনের ময়দানে কলকাতার বিরুদ্ধে জোর টক্কর দিতে প্রস্তুত লখনউ। এই ম্যাচে কি খেলবেন দ্রুততম বোলার ময়াঙ্ক যাদব? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন রাহুল।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ময়াঙ্কের চোটের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন রাহুল বলেন, 'মায়াঙ্ক ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকলেও, তাঁর চোটের অবস্থা ভাল কিংবা খারাপ কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে তাঁর সুস্থতার কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী কয়েকটা ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।' ফলে বোঝাই যাচ্ছে নাইটদের বিরুদ্ধে মাঠে পাওয়া যাবে না এই পেসারকে।
আরও পড়ুন - রবিবার ইডেনে কলকাতা বনাম লখনউ, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর
দ্রুত গতি এবং লাইন লেন্থের বল করে আইপিএলে নজর কেড়েছেন লখনউ সুপার জায়েন্টসের তরুণ বোলার মায়াঙ্ক যাদব। তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। কিন্তু চোটের কারণে আচমকাই ছিটকে যান ময়াঙ্ক।