আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় এসেছে। ফলে প্লে অফের রাস্তা বেশ কঠিন হয়ে উঠেছে দিল্লির। এর মধ্যেই বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে শুভমন গিলের গুজরাত টাইটান্সের।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পরে আপাতত বাউন্স ব্যাক করাই গুজরাত টাইটান্সের লক্ষ্যে। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে গুজরাত। আর আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে এই আসন্ন এই ম্যাচ জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে। এই ম্যাচে জয় আসলেই পয়েন্ট টেবিলে একধাপ এগোতে পারবে পন্থের দিল্লি।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পন্থ, ঋষভের হয়ে ব্যাট ধরলেন মহারাজ