শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে ১০৬ রানে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের ব্যাটিং, বোলিং ফিল্ডিং নিয়ে বেশ চাপে রয়েছেন কোচ। তাই উদ্বেগ কাটাতে মাঠে নেমে পড়লেন দিল্লির হেডস্যার রিকি পন্টিং।
খেলোয়াড় জীবনে বিশ্বের সেরা ফিল্ডার ছিলেন রিকি পন্টিং। কিন্তু দিল্লির ফিল্ডিংয় নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি। ডাগ আউটে বসে দলের অবস্থা রেখে কার্যত বিমর্ষ হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই মাঠে নেমে পড়লেন।
আরও পড়ুন - 'তুলোয় মুড়ে রাখা দরকার', T-20-এর পর ময়ঙ্কের টেস্ট-ফর্ম নিয়েও কোচেদের উচ্চ প্রত্যাশা
দলের ফিল্ডিং কোচকে ভরসা করতে পারলেন না রিকি। বৃহস্পতিবার গোটা দলকে নিয়ে মাঠে নেমে পড়েছিলেন পন্টিং। ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নারদের নিয়ে আলোচনাও সেরে ফেলেন।