ভারতীয় ক্রিকেটে এখনও সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চিপকে সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে এমনটাই দাবি কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের।
একদা সতীর্থ ধোনি সম্পর্কে এখনও নস্টালজিক গম্ভীর। আইপিএলের এই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট সবসময় ফিনিশার ধোনিকে মনে রাখবে। তাই এই ম্যাচেও কলকাতাকে ধোনি সম্পর্কে আগাম সতর্ক করেছেন গম্ভীর।
আরও পড়ুন - জয়ের হ্যাট্রিকের পরেও প্রথম একাদশে বদল আনতে পারে KKR
২০১২ সালে চেন্নাই বনাম কলকাতা ম্যাচের কথা স্মরণ করে গৌতম বলেন, ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর জায়গায় কেউ পৌঁছতে পারবে না। ধোনি আইপিএলে অঙ্কের হিসেব করে এগোয়। খুব ভাল করে জানে স্পিনারের বিরুদ্ধে কেমন ফিল্ডিং দরকার। ধোনি ক্রিজে আছে মানে ম্যাচ শেষ করে তবেই আসবে।'