গত আইপিএলে চোটের জন্য খেলতে পারেননি। এবার আইপিএলের শুরু থেকেই সুযোগ পাননি। এবার সেই ক্রিকেটারের ব্যাটেই এল শতরান। ৪১ বলে এল সেঞ্চুরি। আর ৫০ থেকে ১০০ রানে পৌঁছতে মাত্র ৬ মিনিট সময় নিলেন উইল জ্যাকস। নিলেন মাত্র ১০ বল। যা দেখে উচ্ছ্বসিত বিরাটও।
এবার আইপিএলেই অভিষেক হয় উইল জ্যাকসের। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট 'দ্য হান্ড্রেন্ড' টুর্নামেন্টে ৪৮ বলে ১০৮ রান করেন তিনি। এবার আইপিএলে ১০টি ছয় ও পাঁচটি বাউন্ডারি এল জ্যাকসের ব্যাটে। পূর্ণ করে ফেলেন ৮০ রান। পরপর দুটি বলে ছয় মেরে দলকেও জেতালেন তিনি। বিরাট কোহলি তখন নন স্ট্রাইকিং এন্ডে দর্শকের ভূমিকায়।
ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও করতে পারেন উইল জ্যাকস। বেঙ্গালুরুর হয়ে এবার বল করতেও দেখা যায় তাঁকে। এবার বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থাকল আইপিএল।