রবিবাসরীয় বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাসে পেলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধেই মাঠে নামবে হার্দিকের দল। এই ম্যাচের আগে সৌরভ দর্শকদের আর্জি জানান, যাতে তাঁরা হার্দিককে বিদ্রূপ না করে। তাঁর কথায়, 'দর্শকদের হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। রোহিত শর্মা আলাদা মানের ক্রিকেটার। রোহিতের পারফরম্যান্সই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু অধিনায়ক হিসেবে হার্দিকের কোনও দোষ নেই, তাঁকে মুম্বই থেকে অধিনায়ক করা হয়েছে।'
আরও পড়ুন - ফুরফুরে মেজাজে বিরাট কোহলি, গাইলেন গান, জড়িয়ে ধরলেন আবেশ খানকে
মুম্বইয়ের হারের হ্যাটট্রিকের পর পদে পদে হার্দিককে কটাক্ষ সহ্য করতে হয়েছে। শুনতে হয়েছে ধিক্কার। এই কঠিন সময় বহু প্রাক্তনকেই পাশে পেয়েছেন হার্দিক। এবার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পাশে পেলেন।