IPL 2022 Lucknow : ‘লখনউ সুপার জায়েন্ট’, আইপিএলে নাম ও লোগো প্রকাশ করল লখনউ

Updated : Jan 24, 2022 21:16
|
Editorji News Desk

কী হবে 'টিমের নতুন নাম ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) মাঠে নামার আগে সোশাল মিডিয়ায় এক অভিনব অভিযান চালিয়েছিলেন লখনউ (Lucknow) ফ্র্যাঞ্চাইজি। লখনউ দলের নাম ঠিক করার দায়িত্ব ছেড়ে দিয়েছিল ফ‍্যানদের উপরেই। সেই মতো সোমবার এই মরশুমে খেলতে নামার আগে আনুষ্ঠানিকভাবে লখনউ দলের নাম ও লোগো প্রকাশ করা হল।

‘লখনউ সুপার জায়েন্ট’ (Lucknow Super Giants) - এই নামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) নামবে লখনউ। জানা গিয়েছে, সবচেয়ে বেশি সমর্থক এই নামের উপরেই মত দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে মেগা নিলাম। ড্রাফটে কেএল রাহুল (K L Rahul)-সহ তিন ক্রিকেটারের নাম ইতিমধ‍্যেই ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। টিমে এসেছেন রবি বিষ্ণোই এবং অস্ট্রেলিয়ার মার্কোস স্টইনিস। গত মাসেই জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ‍্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower) দলের কোচ ঘোষণা করা হয়। লখনউ দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে (Goutam Gambhir)।

আরও পড়ুন : হারের পর অধিনায়ক রাহুলের পাশে দাঁড়ালেন কোচ দ্রাবিড়, প্রশংসা করলেন চাহারের

আইপিএল-এ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকার সময় পুনে এবং গুজরাত থেকে দু’টি দল নেওয়া হয়েছিল। পুনে দলের মালিক ছিলেন RPSG কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তখন তাঁর দলের নাম ছিল পুনে সুপার জায়ান্ট, যে দলে খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটার।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ইঙ্গিত দিয়েছেন, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা। ভারতের মাটিতে খেলা হলে, মাঠ থাকবে দর্শকশূন‍্য।

BCCILucknow IPLIPL

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও