IPl 2024 : KKR মালিক হিসেবে সবথেকে কষ্টের মুহূর্ত...ফাইনালের আগে স্মৃতি হাতড়ালেন শাহরুখ খান

Updated : May 26, 2024 14:44
|
Editorji News Desk

আজ ২৬ মে চিপকে মহারণ । ২০১২ সালে এই মাঠেই কলকাতাকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ আইপিএল । ফের চিপক । ফের মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে  ফাইনালে কলকাতা । তৃতীয়বার জয়ের লক্ষে এদিন সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর টিম । তার আগে ভাইরাল হল কেকেআর মালিক ও বলি সুপারস্টার শাহরুখ খানের একটি ভিডিও । যেখানে তাঁকে বলতে শোনা যায়, কেকেআর-এর মালিক হিসেবে কোন মুহূর্তটা তাঁকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে । 

স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ তাঁর দলকে 'বিশ্বের সেরা' বলে অভিহিত করেছেন । কিন্তু, তারপরেও বারবার হারতে হয়েছে কেকেআর-কে । ২০১২-র পর ফাইনালে উঠলেও ট্রফি বারবার হাতছাড়া হয়েছে ।  কিং খান জানান,  অনেকে এমনও বলেছেন, কলকাতার কস্টিউম অর্থাৎ জার্সিই শুধু ভাল, কিন্তু খেলা নয় । এই কথাগুলো তাঁকে খুব কষ্ট দিয়েছে । তবে গম্ভীরের ফিরে আসার পর থেকে দলের পারফর্মেন্সে সন্তুষ্ট শাহরুখ ।

কিং খান বলেন, 'আমরা দেখেছি কী ভাবে একের পর এক ম্যাচ হেরেছি। কিন্তু হেরো তকমা লেগে যাক চাইনি। কখনও আশা ছেড়ে দিইনি। খেলার মাঠ আমাদের অনেক কিছু শেখায়।'

চিপকে রবিবার ফাইনালে ফেভারিট কিন্তু কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের আগে দুবার মুখোমুখি হয় দুই টিম। মরশুমের শুরুতে ইডেনে সানরাইজার্সের ২০৪ রান তাড়া করে জয়ী হয় কলকাতা। পয়েন্ট টেবিলে প্রথম দুই টিম হিসেবে শেষ করে কলকাতা ও সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হন তাঁরা। ৮ উইকেটে হায়দরাবাদকে হারায় কেকেআর। এবার চিপকে ফাইনাল ব্যাটল।

IPL 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও