তর সইছিল না কারও৷ বেঙ্কটেশ আয়ারের ব্যাটে লেগে বল উইকেটরক্ষকের পিছনে যেতেই আবেগের বিস্ফোরণ ঘটল চিপকে৷ মাঠে ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানারা। সপরিবারে মাঠে নামলেন শাহরুখ খান৷ বেঙ্কটেশকে জড়িয়ে ধরলেন শ্রেয়ষ আইরাল৷ বাঁধভাঙা উচ্ছ্বাসে একে অন্যকে জড়িয়ে ধরলেন ক্রিকেটাররা। উঠে পড়লেন একে অপরের কাঁধে।
মাঠের একপাশে রাখা আইপিএল ট্রফিতে তখন খোদাই করা হচ্ছে কেকেআরের নাম৷ সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের যেন আর তর সইছে না৷ কাছ থেকে ট্রফি দেখছেন তাঁরা। চোখেমুখে তৃপ্তি আর উল্লাস। পারলে যেন এখনই ট্রফি তুলে ধরবেন।
শাহরুখের সঙ্গে তখন মাঠে হাঁটছেন, আনন্দ করছেন স্ত্রী গৌরি খান, ছেলে আরিয়ান ও আব্রাম, মেয়ে । অনন্যা পাণ্ডে, শানায়া কপূর, শাহরুখের ম্যানেজার পুজা দাদলানিও। তার আগে গম্ভীরকে জড়িয়ে ধরে চুমু খান বাদশা। কেকেআরের এই সাফল্যের নেপথ্য নায়ক যে তিনিই৷ ক্রিকেটারদের মুখেও কেবল গম্ভীর আর গম্ভীর। সকলেই বলছেন 'জিজি'র নাম৷ সুনীল নারাইন জড়িয়ে ধরেন গম্ভীরকে। সব মিলিয়ে চিপকে যেন অকাল বসন্ত।