মঙ্গলবার আইপিএলে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। যদিও, চলতি আইপিএলে এই মুহুর্তে খুব সুবিধাজনক অবস্থায় নেই এই দুই দলই। দুই দলই নিজেদের প্রথম চারটি ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুটিতে। হারও দুটি ম্যাচে। যার ফলে, মঙ্গলবারের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে একে অপরকে টপকে যাওয়ার জন্য স্পষ্টতই মরিয়া দুই দল।
দুর্দান্ত ফর্মে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে চলতি আইপিএলেই এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান করেছে হায়দরাবাদ। তার পরের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ জয় আত্মবিশ্বাসে রীতিমতো চাঙ্গা করে তুলেছিল প্যাট কামিন্সের দলকে। ফর্মে রয়েছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরিক ক্লাসেন এবং আইডেন মার্করামরাও।
অন্যদিকে, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো সম্মিলিত পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন-আপ এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন দাগ কাটতে পারেনি। যা নিয়ে টিম।ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। তবে, প্রভসিমরন সিং, জিতেশ শর্মা ও গুজরাত ম্যাচে শশাঙ্ক সিং-এর নায়কোচিত পারফরম্যান্সের পর দলের তরুণদের উপর আরও বেশি করে ভরসা রাখতে চাইছে ম্যানেজমেন্ট।
পরিসংখ্যানের দিক দিয়ে অনেকটাই এগিয়ে হায়দরাবাদ। দুই দল এখনও পর্যন্ত আইপিএলে একে অপরের মুখোমুখি হয়েছে ২১ বার। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১৪ বার। অন্যদিকে, পাঞ্জাব কিংস জয়লাভ করেছে মাত্র ৭টিতে।
মঙ্গলবারের ম্যাচে কি এই পরিসংখ্যান বদলাতে পারবে পাঞ্জাব? উত্তর দেবে সময়।