শনিবার, ১১ মে কলকাতার বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স । কিন্তু, তার আগেই শেষ হয়ে গেল হার্দিকদের স্বপ্ন । চলতি বছর আইপিএল থেকে প্রথম দল হিসাবে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স । বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা শেষের পরই ভাগ্য নির্ধারিত হয়ে যায় হার্দিকদের । সেক্ষেত্রে, শনিবার কলকাতার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ।
বুধবার লখনউকে হারিয়ে প্যাট কামিন্সদের ঝুলিতে এখন ১৪ পয়েন্ট । পয়েন্ট টেবিলে তৃতীয় সানরাইজার্স হায়দরাবাদ । বাকি ১২ পয়েন্টে রয়েছে তিনটি দল, যথাক্রমে, চেন্নাই, লখনউ ও দিল্লি । সেখানে মুম্বইয়ের পয়েন্ট ৮ । প্লে অফে উঠতে গেলে অন্ত ১৪ পয়েন্ট থাকতে হবে । আগামী দু'টি ম্যাচে ওই পয়েন্ট তোলা মুম্বইয়ের কাছে অসম্ভব । দু'টি ম্যাচ জিতলেও মুম্বই কোনও ভাবেই ১২ পয়েন্টের বেশি পাবে না।
চলতি আইপিএলে বর্তমানে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স । দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস । তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে হায়দরাবাদ ও চেন্নাই । ১১ মে ম্যাচ জিতলে প্লে অফে জায়গা কার্যত নিশ্চিত করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স ।