প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২০৪ রানের বিশাল লক্ষ্য রেখেছিল রাজস্থান রয়্যালস। সেই রান তাড়া করতে গিয়ে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপ। স্কোরবোর্ডে তারা সব মিলিয়ে তুলল ১৩১ রান। ৮ উইকেট হারিয়ে। ৭২ রানে পরাজয় স্বীকার করল সঞ্জু স্যামসনদের দলের কাছে।
আইপিএলের শুরুতেই বিধ্বংসী মেজাজে জস বাটলার। গত বছর যেখানে শেষ করেছিলেন রবিবার সেখান থেকেই যেন শুরু করলেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ বলে ৫৪ রান এই ইংলিশ উইকেট কিপারের। স্টাইক রেট ২৪৫। বাটলারের এই ঝড় সাজানো সাতটি চার ও তিনটি ছয় দিয়ে। ফারুকির বলে আউট হয়েছেন বাটলার।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। শূন্য রানে দুই উইকেট হারানোর পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় হায়দরাবাদ। রবিচন্দ্রন অশ্বিন-যুজবেন্দ্র চাহালের স্পিন জুটির সামনে কার্যত আত্মসমর্পণ করেন সানরাইজার্স ব্যাটি লাইন-আপ। শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ হারে তারা।