চোট থাকা সত্ত্বেও খেলা চালিয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি । এমনই জানিয়েছেন, সিএসকে সিইও কাশী বিশ্বনাথন । জানা গিয়েছে, মাহির হাঁটুতে চোট । চলতে ফিরতে সমস্যা হচ্ছে । এই পরিস্থিতিতে আইপিএলের পরবর্তী ম্যাচগুলোতে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় । কিন্তু, চোট সত্ত্বেও আইপিএলের একটা খেলাও যে ধোনি মিস করবেন না, সেই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত চেন্নাই সুপার কিংস ।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী,সিএসকে সিইও কাশী বিশ্বনাথন নিশ্চিত করেছেন যে, ধোনি নিশ্চিতভাবে হাঁটুর চোট কাটিয়ে উঠে খেলা চালিয়ে যাবেন । তবে, অনিশ্চয়তা রয়ে গিয়েছে বেন স্টোকসকে নিয়ে । জানা গিয়েছে, চোটের কারণে আরও তিনটি ম্যাচে নাও খেলতে পারেন তিনি ।
উল্লেখ্য, বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস । এর আগে হলুদ বিগ্রেডের হয়ে দু'টি ম্যাচ খেলতে পারেননি স্টোকস । জানা গিয়েছে, পুরোপুরি ফিট হতে আরও এক সপ্তাহ লাগতে পারে । ১৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে সিএসকে ।