শুরু হচ্ছে আইপিএল ২০২৩। নতুন রূপে আসছে লখনউ সুপার জায়েন্টস। ইতিমধ্যে দলের নতুন জার্সি এলএসজি সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে।
জন্মলগ্নে এলজিএস জার্সির রঙ ছিল আকাশি। ২০২৩-এ গাঢ় নীল রঙের জার্সি আনল টিম ম্যানেজমেন্ট। জার্সির সারা গায়েই থাকবে এলএসজি-এর লোগো। নয়া জার্সির নক্সা বানিয়েছেন কুণাল রাওয়াল।
রীতিমতো দিনক্ষণ মেনে বাস্তুশাস্ত্রের কথা মাথায় রেখে জার্সি উদ্বোধন করেন আরপিএসজি গ্রুপের ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। জার্সিতে গাঢ় নীলের মাঝে আছে সামান্য কমলা রং-এর ছোঁয়া, যা সাহসিকতার প্রতীক। এ ছাড়া লোগোতে উঠে এসেছে উত্তর প্রদেশের নিজস্ব শৈল্পিক কারুকাজ।