হার দিয়ে নিজেদের ১৬-তম আইপিএল অভিযান শুরু করল সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংয়ের দল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই তারা ৫০ রানে হার স্বীকার করল লখনউ সুপার জায়ান্টসের কাছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। শুরুতেই অধিনায়ক কেএল রাহুলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল লখনউ। মাত্র ৮ রান করে ডাগ আউটে ফিরে যান রাহুল। তারপরই দক্ষিণ আফ্রিকার কাইল মেয়ার্সের ঝোড়ো ব্যাটিং-এর সুবাদে পাহাড়প্রমাণ রান খাড়া করে লখনউ সুপার জায়ান্টস। মাত্র ৩৮ বলে ৭৩ রান করেন কাইল মেয়ার্স। তাঁর ইনিংস সাজানো ছিল ৭'টি ছক্কা দিয়ে। বস্তুত, তাঁর ব্যাটিং-এর সুবাদেই লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে করে ১৯৩/৬।
জবাবে ব্যাট করতে নেমে পুরো ফ্লপ দিল্লির ব্যাটিং লাইন-আপ। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫০ রান করলেন। পাশাপাশি রেলি রসুউ করেছেন ৩০ রান। বাকিরা সম্পূর্ণ ব্যর্থ। লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ বল করলেন মার্ক উড। তিনি পাঁচ উইকেট নিয়েছেন। চার ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান। তাঁর বোলিং-এর ঝড় সামলাতে ব্যর্থ দিল্লির লড়াই এক উইকেট হাতে নিয়ে শেষ হয়ে গেল ১৪৩ রানেই।