হোম গ্রাউন্ড চিপকে তখন চলছে সিএসকে-এর প্র্যাকটিস সেশন । ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি । স্টেডিয়ামে তখন দর্শকদের ভিড় । ধোনিকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি । সিএসকে-এর কাছে এটা সাধারণ অনুশীলন হলেও, চেন্নাই সুপার কিংস ফ্যান, ধোনির ফ্যানেদের জন্য বিশেষ মুহূর্ত । চলতি মরসুমে আইপিএলে নামার আগে এভাবেই ধোনিকে সর্বোপরি চেন্নাই সুপার কিংসকে এভাবেই স্বাগত জানালো চিপক ।
চেন্নাই সুপার কিংসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে । সেখানে দেখা গিয়েছে, সিএসকের অনুশীলন কিট পড়ে ব্যাট হাতে মাঠে নামছেন ধোনি । তিনি বাউন্ডারি লাইনের কাছে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ওঠে । গোটা স্টেডিয়ামজুড়ে 'ধোনি-ধোনি' রব । একইভাবে রবীন্দ্র জাডেজাকেও স্বাগত জানিয়েছে চিপক । সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
এবছর ১৬ তম আইপিএল-এ সিএসকে-কে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি । তাঁর অধিনায়কত্বে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই । আইপিএলে চিপকে এবার সিএসকে প্রথম ম্যাচ খেলবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ।