সোমবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (IPL 2022) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এর আগের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের কাছে দারুণ জয় পেয়েছে লখনউ (Lucknow Super Giants)। অন্যদিকে, হায়দরাবাদকে (LSG vs SH) তাদের প্রথম ম্যাচে ৬১ রানে পর্যুদস্ত করেছিল রাজস্থান রয়্যালস।
লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মূল চিন্তা তাদের বোলিং বিভাগ নিয়ে। আগের ম্যাচে প্রচুর রান দিয়ে ফেলেছিল তারা। জেসন হোল্ডার (Jason Holder) চলে আসায় হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে লখনউয়ের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। দুষ্মন্ত চামিরার বদলে প্রথম এগারোয় থাকবেন জেসন হোল্ডার, মনে করা হচ্ছে এমনটাই।
আরও পড়ুন: আলিয়াকাণ্ডে অভিযুক্তকে আগেই দল থেকে বহিষ্কার, বিবৃতি দিল টিএমসিপি
অপরদিকে, নিজেদের বেশ দুর্বল সাইড নিয়ে চিন্তিত হায়দরাবাদ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তেমনভাবে দাগ কাটতে পারেনি তারা। লিগ টেবিলেও রয়েছে তলায়। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ম্যাচটিতে রোমারিও শেফার্ডের বদলে দলে আসতে পারেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন। প্রথম এগারোয় একমাত্র এটি ছাড়া আপাতত আর কোনও বদলের খবর নেই।
ম্যাচটি শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে অন্তত খাতায়-কলমে কেন উইলিয়ামসনের দলের থেকে বেশ কিছুটা এগিয়ে কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস।
ডিসক্লেমার: এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ