IPL 2022: শনিবার মুখোমুখি মুম্বই ও লখনউ, অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে

Updated : Apr 15, 2022 18:14
|
Editorji News Desk

শনিবার আইপিএলে (IPL 2022) ঐতিহাসিক ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তাদের আগের ম্যাচে পাঞ্জাাব কিংসের কাছে হেরে গিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে পাঞ্জাব করেছিল ১৯৮ রান। ময়াঙ্ক আগরওয়াল করেন দুর্ধর্ষ ৫২ রান। শিখর ধাওয়ান করেছিলেন ৭০ রান। বাসিল থাম্পি ২ উইকেট নেন। জয়দেব উনাদকাট, যশপ্রীত বুমরাহ, মুরুগান অশ্বিন প্রত্যেকে নেন ১'টি করে উইকেট।   

মুম্বইয়ের (Mumbai Indians) হয়ে সেই ম্যাচে ডিওয়াল্ড ব্রেভিস তোলেন ৪৯ রান। তিলক বর্মা করেন ৩৬। সূর্যকুমার যাদব খেলেছিলেন ৪৩ রানের ঝটিতি ইনিংস। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। ১৮৬ রান তোলে মুম্বই ২০ ওভারে। ৯ উইকেট হারিয়ে। ম্যাচটি হেরে যায় ১২ রানে।

আরও পড়ুন: চার পাক ঘুরেই বিয়ে শেষ, কেন 'সাত ফেরে' নিলেন না রণবীর-আলিয়া?

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super giants) তাদের আগের ম্যাচে হেরে যায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে। রাজস্থানের ১৬৫ রানের জবাবে লখনউ তোলে ১৬২ রান। রাজস্থানের হয়ে দুর্ধর্ষ খেলেছিলেন শিমরন হেটমায়ার। ৫৯ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন তিনি। অশ্বিন ও দেবদত্ত পাডিক্কল তোলেন যথাক্রমে ২৮ রান ও ২৯ রান।

পরে লখনউ'র (Lucknow Super Giants) হয়ে ব্যাট করতে নেমে কুইন্টোন ডি কক করেন ৩৯ রান। কিন্তু, প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে ট্রেন্ট বোল্ট বড় ধাক্কা দিয়েছিল লখনউ ব্যাটিং লাইন-আপ'কে। মার্কাস স্টোইনিসের ঝোড়ো ৩৮ রান এবং দীপক হুডার জরুরি ২৫ রানের পরেও সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি লখনউ।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) চলতি আইপিএলে খুবই দুর্দশার মধ্যে রয়েছে। পাঁচটি ম্যাচের প্রত্যেকটিতেই পরাজিত হয়েছে তারা। লিগ টেবিলে শূন্য পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।

অন্যদিকে, কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ পাঁচটি ম্যাচ খেলে জিতেছে তিনটিতে। হেরেছে দুটো ম্যাচ। এই মুহূর্তে তারা লিগ টেবিলে রয়েছে চতুর্থ স্থানে।

Lucknow Super GiantsMumbai IndiansIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও