এশিয়ান গেমস শ্যুটিং-এ আরও একটিও পদক ঘরে তুলল ভারত। বুধবার ৫০ মিটার রাইফেলের ত্রিপল পজিশন ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় দলের মেয়েরা । এই দলে আছেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। ১৭৫৪ পয়েন্ট পেয়ে রুপো ভারতের। এই ইভেন্টে সোনা জয় চিনের। তাঁদের প্রাপ্ত পয়েন্ট ১৭৭৩।
ISL 2023 Mohunbagan VS Bengaluru FC : নতুন ছকে আজ পুরনো মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু
উল্লেখ্য, এশিয়ান গেমসে ফের সোনাও ঘরে তুলেছে ভারত । আবারও দেশকে পদক এনে দিলেন ভারতীর মেয়েরা । বুধবার ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে জয় পেয়েছে ভারত । দলে ছিলেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান । ভারতের ঘরে চতুর্থ সোনা এনে দিলেন মেয়েরা ।
(এশিয়ান গেমসের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন এডিটরজি বাংলার খেলা বিভাগে। )