বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে (India vs West Indies t-20 series match) মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। বুধবারের ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুন: লি রোড হত্যাকাণ্ডে অভিযুক্ত সাড়ে সাতশো টাকা ট্যাক্সি ভাড়া দিয়েছিলেন মুক্তিপণ আনার সময়
'বিষ্ণোই (Ravi Bishnoi) অত্যন্ত প্রতিভাবান। তার জন্যই একদম সরাসরি আমরা ওঁকে ভারতীয় দলে (Team India) জায়গা দিয়েছি। আমাদের দল ওঁর মধ্যে অন্যরকম কিছু দেখতে পেয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে', বলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি ৭ বল বাকি থাকতেই ৬ উইকেট জিতে যায় ভারত।
আগামী শুক্রবার ফের মুখোমুখি হবে এই দুই দল।