বুদাপেস্টে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championship) ইতিহাস গড়ল ভারতের পুরুষ রিলে টিম। এশিয়ার সর্কালীন রেকর্ড ভেঙে ৪*৪০০ মিটার (4x400m relay ) বিভাগে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহম্মদ আনাস, অমোজ জেকব, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং রাজেশ রমেশ।
হিটে ব্রিটেন-জামাইকার তো শক্তিশালী দলকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সেরা দল হিসেবে ফাইনালে উঠল ভারতীয় দল। একটা সময়ে হিটেও প্রায় পিছনে ফেলে দিচ্ছিল আমেরিকাকে। শেষপর্যন্ত অবশ্য এক নম্বরেই শেষ করে আমেরিকা।
HS Prannoy: সোনার স্বপ্ন অধরা প্রণয়ের, প্রথম ম্যাচে এগিয়েও সেমি ফাইনালে হার বিশ্বের তিন নম্বরের কাছে
টিম ইন্ডিয়া ট্র্যাকে সময় নিয়েছে মাত্র ২:৫৯:০৫ সেকেন্ড। ভেঙে দিয়েছে এশিয়ান রেকর্ড। সেই রেকর্ড এতদিন জাপানের দখলে ছিল।