সৌদি আরবের আভাতে আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচ খেলতেই গোটা দলকে চার্টার্ড বিমানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল জাতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ। এবার, নিজেদের দেওয়া সেই প্রতিশ্রুতি থেকেই সরে দাঁড়াল তারা। আইএফএ-র এক কর্তা জানান, সব মিলিয়ে ৪০ জনের দলকে চার্টার্ড বিমানে পাঠানোর খরচ অনেক বেশি। তাছাড়া, সেই ধরনের বিমানও নাকি পাওয়া যাচ্ছে না। তাই সাধারণ বিমানেই যেতে হবে সুনীল ছেত্রী, ইগর স্তিমাচদের।
যদিও, একসঙ্গে সব ফুটবলার যেতে পারবেন না বলে জানা গিয়েছে। ৪০ জনের দলের একটি ভাগ শুক্রবার বেরিয়ে পড়বে। এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসির যে ফুটবলারেরা জাতীয় দলে রয়েছেন, তাঁরা নিজেদের ম্যাচের পরে সৌদি আরবের উদ্দেশে বিমান ধরবেন।