আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকেই অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় ওপেনার মুরলী বিজয় (Murali Vijay)। টুইটারে মুরলী নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ৩৮ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার কয়েকদিন আগেই বিসিসিআইয়ের বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছিলেন বোর্ডের প্রতি তাঁর আর কোনও প্রত্যাশা নেই, দেশ ছাড়তে চেয়েছিলেন আগেই। বিদেশি লিগে খেলতে আগ্রহী বলে জানিয়েছিলেন মুরলী। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।
৭ বছরের ক্রিকেট কেরিয়ারে মুরলী বিজয় দেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মুরলী বিজয়ের। আর সেই ম্য়াচ ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ ম্যাচ।
ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন বিজয়। ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ এবং ভারতীয় সমর্থকদেরও।