ঘূর্ণিঝড় 'বেরিল'-এর জন্য দেশে ফিরতে পারছে না ভারতীয় টিম । বার্বাডোজেই আটকে রোহিত, বিরাটরা । ঝড়-বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর । কবে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল, সেই বিষয়ে দ্বন্দ্বে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন রোহিতরা ।
সংবাদ সংস্থা পিটিআই-কে বার্বাডোজের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার থেকে বিমানবন্দর চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেক্ষেত্রে, মঙ্গলবার সন্ধে ৬টার সময় ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন রোহিত ব্রিগেড । ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে দিল্লিতে নামার কথা তাঁদের ।
জানা গিয়েছে, ক্যাটাগরি ৪ হারিকেনের প্রভাবে প্রবল গতিতে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়েছে বার্বাডোজে । সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে আটকে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশও । ঝড়ের জন্য় কারফিউ ঘোষণা করায় সব বিমান বাতিল করা হয় । ফাইনাল দেখতে বার্বাডোজে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিন্নি, বোর্ড সচিব জয় শাহ। সোমবার চার্টার্ড ফ্লাইটে টিমকে আনার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু এয়ারপোর্ট বন্ধ থাকায় সেই পরিকল্পনা বাতিল হয় । এবার জানা যাচ্ছে, বুধবার দেশে ফিরতে পারে ভারতীয় দল ।