Paris Olympics 2024: অলিম্পিক্সে ইতিহাস রচনা ভারতের, ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন 

Updated : Aug 03, 2024 08:40
|
Editorji News Desk

প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপেয়ি চাউ তিয়েন চেং। তাঁকে ১৯-২১, ২১-১৫ এবং ২১-১৫ সেটে হারান লক্ষ্য। প্রথম দুটি সেটে হারলেও পদক থেকে মাত্র একটি ম্যাচ দূরে রইলেন তিনি। এবং সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে তাঁর।

প্রথম থেকেই এগিয়ে ছিলেন চাউ। লক্ষ্য ২-৪ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থাতেই চাউ এগিয়ে যান ৭-৬ পয়েন্টে। এবং বিরতিতে ১১-৯ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। মূলত চাউ-এর গতি সমস্যায় পড়তে হয়েছিল লক্ষ্য সেনকে। 

১১-১৫ পয়েন্টে পিছিয়ে থাকলেও ১৫-১৫-পয়েন্টে চাউ-কে ধরে ফেলেন লক্ষ্য। তারপরেই খেলা ঘুরিয়ে দেন ভারতীয় ওই খেলোয়াড়। চাউ-এর একের পর এক স্ম্যাশের জবাব দিতে থাকেন তিনি। ডিফেন্স করতে দেখা যায় তাঁকে। 

দ্বিতীয় গেমের শুরুটা ভালো হয়েছিল লক্ষ্যের জন্য। প্রথমেই ৪-১ সেটে এগিয়ে যান তিনি। মাঝে চাউ তাঁকে ধরে ফেললেও তাতে দমে যাননি ভারতীয় ওই ব্যডমিন্টন তারকা। ২১-১৫ সেটে দ্বিতীয় গেম জেতেন তিনি। 

এরপর তৃতীয় সেটের শুরু থেকেই আক্রমণাত্ম ছিলেন লক্ষ্য সেন। গেমের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও পরে ৪-৩ সেটে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২১-১২ সেটে জেতেন লক্ষ্য।   

Lakshya Sen

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও