এক ম্যাচে ৫টি পরিবর্তন করে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলছে ভারত। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন গত দুটি ম্যাচে তাঁরা টস জিতে ব্যাট করেছে। এই ম্যাচে তাঁরা রান তাড়া করতে চান।
শুক্রবার একদিনের আন্তর্জাতিক অভিষেক হল ভারতের তিলক ভার্মার। বাংলাদেশ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট , হার্দিক , বুমরাহর মতো তারকাদের।
ইতিমধ্যেই ফাইনালে ভারত, রবিবার কলোম্বতে তাঁদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওই ম্যাচের আগে দলের রিজার্ভ বেঞ্চ কোচ রাহুল দ্রাবিড়।
সেই কারণেই এক ম্যাচে বিরাট বুমরাহদের বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, সূর্যকুমার যাদবদের। বিশ্বকাপে দলে না থাকলেও আগামীর কথা ভেবে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করানো হল মুম্বইয়ের ব্যাটার তিলক ভার্মাকে।