India vs West Indies:চতুর্থ ম্যাচেই ভারতের পকেটে সিরিজ, ছক্কা হাঁকিয়ে রেকর্ড রোহিতের

Updated : Aug 14, 2022 10:25
|
Editorji News Desk

ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ম্যাচে ৫৯ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত (India vs West Indies)। সেই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে অনবদ্য রেকর্ডের মালিক হয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে দু’নম্বরে উঠে এলেন ভারতের অধিনায়ক।

ফ্লরিডায় শনিবারের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতরা করেন ৫ উইকেটে ১৯১ রান। মাত্র ১৬ বলে ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেন ভারত অধিনায়ক। অন্য ওপেনার সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এল ১৪ বলে ২৪ রান। তিনি মারলেন ১টি চার এবং ২টি ছয়। এ দিন শ্রেয়স আয়ারের পরিবর্তে প্রথম একাদশে আসেন দীপক হুডা। তিন নম্বরে নেমে তিনি করলেন ১৯ বলে ২১। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ খেললেন ৩১ বলে ৪৪ রানের আগ্রাসী ইনিংস। ৬টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংসটি। ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেন সঞ্জু স্যামসন। তবে রান পাননি দীনেশ কার্তিক (৯ বলে ৬)। ৮ বলে ২০ রান করে শেষ পর্যন্ত সঞ্জুর সঙ্গে উইকেটে ছিলেন অপরাজিত অক্ষর পটেল।

Kolkata Shoot Out:স্বাস্থ্য পরীক্ষার পর অভিযুক্ত জওয়ানের ঠাঁই এখন সেন্ট্রাল লক আপ

নিয়মিত উইকেট হারালেও ভারতীয় ব্যাটাররা রান তোলার গতি কমাননি। বরং শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী ব্যাটিং করলেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ ২৯ রান দিয়ে ২ উইকেট নিলেন। ওবেদ ম্যাককয় ২ উইকেট নিলেও খরচ করলেন ৬৬ রান। ২৮ রানে ১ উইকেট আকেল হোসেনের।

জবাবে ১৯.১ ওভারে ১৩২ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারান পুরানরা। কোনও ক্যারিবিয়ান ব্যাটারই এ দিন ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না। দুই ওপেনার ব্র্যান্ডন কিং (১৩) এবং কাইল মেয়ার্স (১৪) দ্রুত ফিরলেন। ব্যর্থ তিন নম্বরে নামা ডেভন থমাসও (১)। কিছুটা লড়াই করার চেষ্টা করলেন পুরান এবং রভম্যান পাওয়েল। দু’জনের ব্যাট থেকেই এল ২৪ রান। পুরান মারলেন ১টি চার এবং ৩টি ছয়। পাওয়েলের ইনিংসে ছিল ১টি চার এবং ২টি ছয়। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটাররাও দলকে জেতানোর মতো খেলতে পারলেন না। শিমরন হেটমেয়ার (১৯ বলে ১৯ রান) কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।

ক্যারিবিয়ানদের ব্যাটিং ভরাডুবির মধ্যেও প্রচুর রান দিলেন অক্ষর পটেল। না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত ভারত। ২ উইকেট নিলেও ৩ ওভার বল করে দিলেন ৪০ রান। ২৭ রান দিয়ে ২ উইকেট নিলেন রবি বিষ্ণোই। এ দিন ভারতের সফলতম বোলার অর্শদীপ সিংহ ১২ রানে দিয়ে নিলেন ৩ উইকেট। ভাল বোলিং করলেন আবেশ খানও। তিনি ১৭ রান দিয়ে নিলেন ২ উইকেট।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে রোহিতের ছক্কার সংখ্যা ৪৭৭। এর মধ্যে টেস্টে ৬৪টি, একদিনের ক্রিকেটে ২৫০টি এবং টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছেন। রোহিতের  আগে আপাতত রয়েছেন শুধু ক্রিস গেইল। তাঁর ছক্কার সংখ্যা ৫৫৩টি।

 

IndiavsWestindiesRohit Sharam

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও