এশিয়ান গেমসের নবম দিনে সাত সকাল থেকেই ভারতে পর পর পদক আসছে। মহিলাদের স্কেটিং-এর পর পুরুষদের স্কেটিং রিলেতেও দলগত ব্রোঞ্জ জিতল ভারত।
পুরুষদের ৩০০০ মিটারের স্কেটিং রিলেতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন আরিয়ান পাল, আনন্দ কুমার, সিদ্ধান্ত এবং বিক্রম। এই নিয়ে ৫৫ টি মেডেল এল দেশে।
Asian Games 2023: সোমবার সাত সকালেই ব্রোঞ্জ জয় ভারতের, মহিলা স্কেটিং-এ তৃতীয় স্থানে কার্তিকা-হীরলরা
রবিবার ছিল ভারতের জন্য মেডেলে মোড়া। এদিন নানা বিভাগে একগুচ্ছ সোনারূপা ব্রোঞ্জ জিতেছে ভারত।