বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কয়েক মিনিটের ব্যবধানে ভারোত্তোলনে দ্বিতীয় পদক পেল ভারত। শনিবার বিকেলে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দ্বিতীয় পদকটি পেলেন গুরুরাজা পূজারি (Weightlifter Gururaja Poojary)। পুরুষদের ভারত্তোলনের ৬১ কেজির বিভাগে ব্রোঞ্জ পেলেন তিনি।
গুরুরাজার আগে শনিবার ভারত্তোলনে রুপো জেতেন মহারাষ্ট্রের সাংলির গ্রামের সংকেত মহাদেব সারগর। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। সেই তালিকায় নাম লেখালেন এবার গুরুরাজা। ২৯ বছর বয়সি গুরুরাজা মোট ২৬৯ কেজি ওজন তোলেন এদিন। এরমধ্যে স্ন্যাচে তোলেন ১১৮ কেজি। বাকি অজন তোলেন ক্লিন ও জার্কে। এই নিয়ে ভারতের একটি রুপো ও একটি ব্রোঞ্জ এল এই টুর্নামেন্টে।
Royal Bengal Tiger: সুন্দরবনে ১ বছরেই ৩৮টি বাঘ বেড়েছে, দাবি বনমন্ত্রীর
এই গেমসে সোনা জেতেন মালয়েসিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ। রুপো জেতেন পাপুয়া নিউ গিনির মোরিয়া বারু। আজনিল এদিন মোট ২৮৫ কেজি ওজন তুলেছিলেন।