India wins T20 series: ইংল্যান্ডকে হারিয়ে T20 সিরিজ জিতল রোহিতের টিম ইন্ডিয়া

Updated : Jul 16, 2022 22:41
|
Editorji News Desk

শনিবার ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে সিরিজ পকেটে (T20 Series India vs England) পুরল ভারত। এর পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও জিত টিম ইন্ডিয়া। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। 

ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারত। প্রথম ২৯ বলেই প্রথম উইকেটের জুটিতে ভারত ৪৯ রান তোলে। পাঁচ ওভারের শেষ বলে ৩১ রান করে আউট হন রোহিত। অধিনায়কের উইকেটের পরই ভারতের ইনিংস কিছুটা ছন্দ হারায়। দীপক হুডাকে বসিয়ে এদিন প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু এদিনও তিনি রান পেলেন না। মাত্র ১ রান করে আউট হন। বিরাটের কিছুক্ষণ পরেই আউট হন পন্থ। সূর্যকুমার, হার্দিকরা চেষ্টা করলেও তেমন প্রতিরোধ গড়তে পারেননি। কিন্তু শেষের দিকে ৪৬ রানের ইনিংস খেলে ভারতে ভদ্রস্থ স্কোর উপহার দেন জাদেজা। মূলত তাঁর ইনিংসের জেরেই ভারত ৮ উইকেটে ১৭০ রানে পৌঁছায়।

WB COVID Update:সংক্রমণ ফের ৩ হাজারের দোরগোড়ায়, মৃত্যু ৩ জনের

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের প্রথম বলে জ্যাসন রয় আউট হন। অধিনায়ক বাটলারকেও আউট করেন তিনি। মালান এবং লিভিংস্টোন প্রতিরোধের চেষ্টা করেও সফল হননি। মালান ১৯ এবং লিভিংস্টোন ১৫ রান করে ফিরে যান। তারপর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন ব্রুক, স্যাম কুরানরাও।  শেষদিকে মইন আলি এবং ডেভিড উইলি কিছুটা লড়াই করায় ইংল্যান্ডে একশোর গণ্ডি পার করতে সক্ষম হয়। মাত্র ১৭ ওভারেই ১২১ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ভারতের হয়ে মাত্র ১৫ রানে ৩ উইকেট পান ভুবনেশ্বর। বুমরাহ এবং চাহাল দু’টি করে উইকেট পান। একটি করে উইকেট পান হার্দিক এবং হর্ষল প্যাটেল।

 

Team IndiaT20 cricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও