ডারবানে বৃষ্টিতে শুরুই করা গেল না ম্যাচ। ভারতীয় সময় ৭টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে টসই হয়নি। এরপরই ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম T20 ম্যাচ বাতিল ঘোষণা করে দেন ম্যাচ রেফারিরা।
এদিকে ভারতীয় সময় ৮টা ১০ থেকে ওভার কমা শুরু হয়ে যায়। পিচ ও আউটফিল্ড খেলার মতো ছিল না। এরপরই কিংসমেডে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।আগামী মঙ্গলবার সেন্টস জর্জস পার্কে দ্বিতীয় T20 ম্যাচ। বৃহস্পতিবার সিরিজের শেষ T20 ম্যাচ।
এদিকে ভারতীয় দলে দুঃসংবাদ। প্রথম ম্যাচে দলের সঙ্গে নেই দীপক চাহার। তাঁর বাবা অসুস্থ। মনে করা হচ্ছে গোটা সিরিজে তাঁকে পাওয়া যাবে না।