রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। অপ্রতিরোধ্য ভারতের বিরুদ্ধে খেলতে নামবে সাউথ আফ্রিকা। রমরমিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। এর মধ্যেই হুহু করে বাড়ছে কালোবাজারি, অভিযোগ এমনটাই। হাজার হাজার টাকায় টিকিট বিকোচ্ছে ব্ল্যাকে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে দেদার বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। আর এসবের মধ্যেই অনেকেই ফাঁদে পড়েছে প্রতারণার। অভিযোগ এক ব্যক্তি টিকিটের চক্করে ৯৪ হাজার টাকা খুইয়েছেন। সম্প্রতি এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের সাইবার শাখায়।
ICC ODI WC 2023: ইডেনে নামার আগেই ধাক্কা, চোটে বিশ্বকাপ স্বপ্নের ইতি হার্দিকের, দলে এলেন এই পেসার
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ব্যক্তি ম্যাচের টিকিটের আশায় হন্যে হয়ে খুঁজছিলেন। সেই সময় রনি ঘোষ নামের এক ব্যক্তি, নিজেকে সিএবির ‘অফিশিয়াল টিকিট বিক্রেতা’ বলে পরিচয় দেয়। তাঁকেই বেশ কয়েকটি টিকিটের দাম বাবদ ৯৪ হাজার টাকা দেওয়ার পরেই ‘অফিশিয়াল টিকিট বিক্রেতা’ কার্যত হাওয়া।