কমনওয়েলথ গেমসে (CWG Cricket) আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। উভয় দলের পাশাপাশি এই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যেও এখন উত্তেজনা তুঙ্গে।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দল উভয়েই কমনওয়েলথ গেমসে গ্রুপ ‘এ’-তে রয়েছে। দুটি দলই ইতিমধ্যে গ্রুপে তাদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ হেরেছে বার্বাডোসের বিরুদ্ধে। অন্যদিকে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের এই হার অনেকটাই অপ্রত্যাশিত ছিল কারণ খাতায়কলমে ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে শক্তিশালী।
Nimtala Fire:নিমতলায় কাঠের গুদামে আগুন, একাধিক বাড়ি থেকে লোকজন সরানো হল
পাকিস্তানি অলরাউন্ডার নিদা দার এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে তিনি ৩১ বলে অপরাজিত 50 রান করেছিলেন। আগের ম্যাচে রেণুকা সিং ছাড়া ভারতীয় দলের বোলিং বিভাগের বাকিদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তাই পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে ভারত যদি তাদের বোলিং বিভাগের ত্রুটিগুলি মেরামত না করতে পারে তবে সমস্যায় পড়বে।
যদিও রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট হিসাবে শুরু করবে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু হারমনপ্রীত কৌরের দল পাকিস্তানের দলের থেকে খাতায়কলমে এগিয়ে থাকলেও তাদের হালকা ভাবে নেওয়া মোটেই উচিত হবে না।