বিশাখাপত্তনমে বড় জয় পেল টিম ইন্ডিয়া। ১০৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। চতুর্থদিনেই শেষ হয়ে গেল ম্যাচ। আপাতত সিরিজের ফলাফল ১-১।
চতুর্থ ইনিংসে ৩৯৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড অল আউট হয়ে গেল ২৯২ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ বল করলেন যশপ্রীত বুমরা৷ ৪৬ রানে ৩ উইকেট নিলেন তিনি। স্পিনার রবীচন্দ্রন আশ্বিনও নিয়েছেন ৩ উইকেট। তিনি দিয়েছেন ৭২ রান।
Grammy Award 2024: ইতিহাসে 'শক্তি'! গ্র্যামি পুরস্কারে সম্মানিত জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের ব্যান্ড
প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড৷ কিন্তু দ্বিতীয় টেস্ট রীতিমতো দাপটে জিতে দুর্দান্ত কামব্যাক করল ভারত।