৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আর একটি বছরও বাকি নেই। তার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া। বাংলাদেশ সফরে ভারতের প্রথম ওয়ানডে হবে ঢাকাতে। সেখানেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের মতো সিনিয়রদের নেটে ঘাম ঝড়াতে দেখা গেল।
টি-২০ বিশ্বকাপে ভারতের হারের পর নিউজিল্যান্ড সফরে বিশ্রাম নিয়েছিলেন রোহিত, কোহলি, রাহুলরা।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। ২ টেস্টের সিরিজও হবে তারপর। যা শেষ হবে ২৬ ডিসেম্বর।