ইন্দোরে শুরু হল ভারত বনাম অস্ট্রেলিয়া (IND Vs Australia) তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা । ব্যাট করছে অস্ট্রেলিয়া (Austarlia) । ইতিমধ্যেই এক উইকেট খুঁইয়েছে অজিরা । দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ashwin) । শূন্য রানেই খোয়াজাকে ফিরতে হয়েছে । অস্ট্রেলিয়ার লক্ষ্য ৭৬ রান । ক্রিকেটমহলের মতে, এই রান সহজেই তুলে নিতে পারবেন অজিরা । এদিকে চাপ বাড়ছে ভারতীয় বোলারদের উপর । অস্ট্রেলিয়াকে আটকাতে উইকেট নিতে হবে । দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ।
বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ শেষ করে দেন অশ্বিন ও জাদেজা। ৪ উইকেট তুলে নেন জাদেজা। ৩ উইকেট পান অশ্বিন। ১৯৭ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস । জবাবে ব্যাট করতে নেমে ফের ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে । লিওনের বিধ্বংসী বোলিংয়ে পরপর উইকেট হারান অজিরা । জিততে ৭৬ রানের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার ।
আরও পড়ুন, Ind Vs Australia : ইন্দোরে ভারতকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া