অ্যাথলেটিক্সে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা। এনে দিলেন গত বারের চ্যাম্পিয়ন তাজিন্দরপাল সিংহ। শট পাটে নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। এর আগে রবিবারই অবিনাশ সাবলে অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছিলেন।
Asian Games 2023: স্টিপলচেজে সোনা জয় ভারতের অবিনাশ সাবলের
তেজিন্দারের উপর প্রত্যাশা ছিল ক্রীড়া প্রেমিকদের। সেই মতো হতাশও করলেন না তিনি। লড়াইয়ের শুরুর দিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ প্রচেষ্টায় সোনা জয় হয় তাঁর। এনিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে মোট ১৩ টি সোনা এল।