বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। কিন্তু ক্রিকেট বিশ্ব ভারতের দাপট অব্যাহত। আইসিসি রাঙ্কিংয়ে (ICC T20 Ranking) মোট আটটি বিভাগে সেরার আসনে রয়েছে ভারত। ক্রিকেটের ফরম্যাটেই এক নম্বরে রয়েছে মেন ইন ব্লুরা। টি-২০তে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বাকি দুই ফরম্যাটের দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার আইসিসির প্রকাশিত নতুন ক্রমতালিকা অনুযায়ী, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। রশিদ খানকে সরিয়ে ১ নম্বর বোলার হিসেবেও উঠে এসেছে বিষ্ণোইয়ের নাম।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্য কুমার যাদব। ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বর বিরাট কোহলি এবং দ্বিতীয় রোহিত শর্মা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা।
বোলারদের মধ্যে ওয়ানডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ এবং চতুর্থ স্থানে রয়েছেন যশপ্রীত বুমরাহ। টেস্টের অলরাউন্ডারের তালিকায় শীর্ষ রয়েছেন রবীন্দ্র যাদেজা।
আরও পড়ুন - নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, অদ্ভুত আউট হয়ে নজির গড়লেন মুসফিকর রহিম
টেস্টের এক নম্বর বোলার রবিচন্দ্রন আশ্বিন। মোট তিনটি ফরমেটে এক নম্বরে রয়েছে ভারত টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং বাকি ২ ফরমেট এর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া