বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল খেলতে চেয়েছিল ভারতের মাটিতে৷ কিন্তু টাকার অভাবে লিও মেসি, ডি মারিয়াদের দেশের ফুটবল সংস্থার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আর্ন্তজাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য দু'টি স্লট খালি ছিল। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, তারা ভারতে খেলতে চেয়েছিল৷ তবে সেই বাবদ ভারতীয় ফুটবল ফেডারেশনকে দিতে হত ৩২-৪০ কোটি টাকা।
এআইএফএফ সচিব জানিয়েছেন, এত বিপুল অর্থ খরচ করে মেসিদের আনা ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে অসম্ভব। সেই কারণেই নীল সাদা জার্সির মহানায়কদের ভারতে খেলতে দেখা যায়নি।