রবিবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) সঙ্গে ভারতের মরণবাঁচন লড়াই। আইসিসির মহিলাদের বিশ্বকাপের (ICC Women's world cup) লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
দক্ষিণ আফ্রিকা (South Africa) ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের শেষ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।
আরও পড়ুন: এইট প্যাক অ্যাবে ৫৬-র শাহরুখ, 'পাঠান'-এর লুক শেয়ার করে ঝড় তুললেন নেটদুনিয়ায়
দক্ষিণ আফ্রিকা নক-আউট পর্যায়ে চলে গেলেও ভারতকে ম্যাচটি (IND vs SA) জিততেই হবে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে ভারতের ঝুলিতে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ ম্যাচে ৭ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়া মানেই ভারতের এ বারের মত বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে।
চলতি বিশ্বকাপের (ICC Women's world cup) অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা। ৬'টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে টুর্নামেন্টে চালকের আসনে রয়েছে তারা। ভারতের আবার তিনটি জয় আর তিনটি হার রয়েছে এখনও পর্যন্ত।
ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ইংল্যান্ডের বিরুদ্ধে একই ম্যাচে শতরান পেলেও পরের তিন ম্যাচে তাঁদের ব্যাটে রানের খরা দেখা দেয়। ফর্মে নেই মিতালি রাজও।
ঝুলন গোস্বামীর নেতৃত্বে ভারতের বোলিং বিভাগও তেমনভাবে দাগ কাটতে পারেনি এখনও। সব মিলিয়ে বড় ম্যাচের আগে যথেষ্টই চাপে 'উইমেন ইন ব্লু'।