CWG 2022 India Day 3 full time table schedule : কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা।
কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন ভারতীয় সময় বিকেল ৪:৪৫ নাগাদ রিংয়ে নামবেন। দ্বিতীয় দিনে ভারোত্তোলকদের রেকর্ডের পর, আশায় বুক বাঁধছেন ভারতীয়রা। তৃতীয় দিনে জেরেমি লালরিনুঙ্গা, পপি হাজারিকা, এবং অচিন্তা শিউলিও তাঁদের দক্ষতায় সবাইকে মুগ্ধ করবেন বলেই মত ক্রীড়া বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- Commonwealth Games 2022: দেশকে প্রথম সোনার স্বাদ দিলেন মীরাবাঈ চানু, কমনওয়েলথে গড়লেন রেকর্ডও
এদিকে, মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। নিখাত জারিন ছাড়াও বক্সার শিব থাপা, সুমিত এবং সাগরও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।
ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের একটি হতাশাজনক শুরুর পর সবার নজর পুরুষদের দিকে। রবিবার শরৎ কমলের নেতৃত্বে ভারতীয় পুরুষ দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে।
তাছাড়া, ব্যাডমিন্টন, সাইক্লিং, সাঁতার, লন বোল, স্কোয়াশ এবং জিমন্যাস্টিকসের মিক্সড ইভেন্টের দিকেও নজর থাকছে এবারের কমনওয়েলথে।